আর্থিক কষ্ট হলে কেমন বোধ হয়, কী করা উচিত!?
তীব্র আর্থিক কষ্ট! শুধু আর্থিক কষ্টই জীবনকে তছনছ করে দিতে পারে সেখানে তীব্র আর্থিক কষ্ট তো জীবনকে আরো বেশি দুর্বিষহ করে তুলতে পারে বা তুলে থাকে। আমি মনে করি কেবল এই আর্থিক কষ্টই অন্য সব কষ্টের থেকে আলাদা। অনেকেই ভাবতে পারে এর থেকেও কষ্টকর ব্যাপার আছে। হ্যাঁ, কেউ ভাবতেই পারে কারণ সবার দৃষ্টিভঙ্গী আলাদা, কিন্ত আমার কাছে এই কষ্টই সবচেয়ে বড় কষ্ট, বড় অসহনীয়। আর এই সময় যা মনে রাখা দরকার তা মনে রাখাও কঠিন থেকে কঠিন ব্যাপার হয়ে যায়। চাইলেও মনে রাখা যায় না। যারা পারে তাদের সহ্য ক্ষমতা বেশি বলেই পারে।
এই সময় ভাল কথাও তিতা লাগে, নিজেকে বিরক্ত লাগে, আপনকে পর পর লাগে, বন্ধুকে শত্রু লাগে এবং আল্লাহর প্রতিও অভিমান চলে আসে কেন সে এতোটা কষ্টে রেখেছে? যে মানুষটা সব সময় বলে- আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে সেও এই অভাব অনটনে পড়ে গিয়ে আপন মনে বলে উঠে- মঙ্গলটা কোথায় হচ্ছে আল্লাহ?
দিন একরকম থাকে না, থাকবে না জেনেও অনেক সময় বর্তমানকে মেনে নেয়া কঠিন হয়ে যায়। শুধু সান্ত্বনার বাণী দিলেই তো হবে না! যে এইসব পরিস্থিতির মুখোমুখি হয় কেবল সেই জানে দিনগুলো কতটা জর্জরিত অবস্থায় শেষ হয়। একেকটা দিনকে বছর মনে হয়।
সব শেষে বলবো- এখানে মনে রাখার থেকে করা জরুরী। হাত পা গুটিয়ে বসে থেকে আল্লাহকে ডাকলেও আর্থিক কষ্ট যাবে না। আর আল্লাহও বলছে- চেষ্টা করতে। কাজেই চেষ্টা করতে হবে, পথ খুঁজতে হবে যা করলে এই অভাব দূর হবে। পরিশ্রম করলে প্রশান্তি মিলবেই।
এই সময় ভাল কথাও তিতা লাগে, নিজেকে বিরক্ত লাগে, আপনকে পর পর লাগে, বন্ধুকে শত্রু লাগে এবং আল্লাহর প্রতিও অভিমান চলে আসে কেন সে এতোটা কষ্টে রেখেছে? যে মানুষটা সব সময় বলে- আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে সেও এই অভাব অনটনে পড়ে গিয়ে আপন মনে বলে উঠে- মঙ্গলটা কোথায় হচ্ছে আল্লাহ?
দিন একরকম থাকে না, থাকবে না জেনেও অনেক সময় বর্তমানকে মেনে নেয়া কঠিন হয়ে যায়। শুধু সান্ত্বনার বাণী দিলেই তো হবে না! যে এইসব পরিস্থিতির মুখোমুখি হয় কেবল সেই জানে দিনগুলো কতটা জর্জরিত অবস্থায় শেষ হয়। একেকটা দিনকে বছর মনে হয়।
সব শেষে বলবো- এখানে মনে রাখার থেকে করা জরুরী। হাত পা গুটিয়ে বসে থেকে আল্লাহকে ডাকলেও আর্থিক কষ্ট যাবে না। আর আল্লাহও বলছে- চেষ্টা করতে। কাজেই চেষ্টা করতে হবে, পথ খুঁজতে হবে যা করলে এই অভাব দূর হবে। পরিশ্রম করলে প্রশান্তি মিলবেই।
kothai je tare pai....?
ReplyDeletekothai je tare pai....?
ReplyDelete